Tuesday, October 14, 2025

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস


ফাইল ছবিঃ প্রধান উপদেষ্টা ড. ইউনূস (সংগৃহীত)

 ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের গত এক বছরের কর্মকাণ্ডের সারসংক্ষেপ, ‘জুলাই গণহত্যা’র বিচার কার্যক্রমের অগ্রগতি এবং চলমান জাতীয় সংস্কার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছে সরকারের একটি দায়িত্বশীল সূত্র। একইসঙ্গে জাতির অপেক্ষিত প্রশ্নের জবাব হিসেবে তিনি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট সময়ও ভাষণে ঘোষণা করতে পারেন।


এর আগে মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন ড. ইউনূস। সেই ঘোষণায় আগামী দিনের রাষ্ট্রব্যবস্থা, বিচার প্রক্রিয়া ও রাজনৈতিক সংস্কৃতির রূপরেখা তুলে ধরেন তিনি।


প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত পালিয়ে যাওয়ার ঘটনার বর্ষপূর্তিতে এবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে সারাদেশে উদ্দীপনা বিরাজ করছে। 'পালায় না' বলেই পালিয়ে যাওয়া ঘটনাটি এদিনে নতুন মাত্রায় স্মরণ করছে দেশবাসী।


সরকারি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার দেশত্যাগের আগে শীর্ষ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে কিছু শর্ত দেওয়ার বিষয়টি তদন্তাধীন এবং তা নিয়েও ভাষণে আলোকপাত করতে পারেন ড. ইউনূস।

জাতীয় রাজনৈতিক পুনর্গঠনের সন্ধিক্ষণে এই ভাষণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক মহল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন