- ১৩ অক্টোবর, ২০২৫
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত গণসমাবেশে বেলুন বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
সাক্ষীদের ভাষ্যমতে, দুপুরে বেলুন উড়ানোর সময় হঠাৎ একটি হি হিলিয়াম গ্যাসভর্তি বেলুন বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্র শব্দে মুহূর্তে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলুনের কাছাকাছি অবস্থান করা অন্তত ১০ জন ব্যক্তি ছিন্নভিন্ন বেলুনের টুকরো ও আগুনের সংস্পর্শে এসে আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত আয়োজক কমিটির এক সদস্য জানান, “বেলুনটি প্রতীকীভাবে উড়ানো হয়েছিল গত বছরের ৫ আগস্ট দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর সময়কে স্মরণ করিয়ে দিতে। সেই মুহূর্তের প্রতীক হিসেবে একটি ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হয়। দুর্ভাগ্যজনকভাবে, তাতে বিস্ফোরণ ঘটে।”
আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের মুখ ও হাতে সামান্য দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।
ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয় এবং অনুষ্ঠান স্থলে বাকি বেলুন সরিয়ে নেওয়া হয়। আয়োজকরা জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, বেলুন বিস্ফোরণের পরও অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ও উদ্দীপনায় ভাটা পড়েনি। বিকেল ৫টায় অনুষ্ঠানের মূল পর্বে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।