Tuesday, October 14, 2025

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস


ছবিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা (সংগৃহীত)

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তার সরকারি বাসভবন ‘যমুনা’য় এক অনাড়ম্বর আয়োজনে এ অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট ও খামে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা, জাতীয় পতাকা ও আন্দোলনের প্রতীকী ছবি স্থান পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান।

স্মারক অবমুক্তির সময় সংক্ষিপ্ত বক্তব্যে ড. ইউনূস বলেন, “এই স্মারক কেবল এক টুকরো কাগজ নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, স্বপ্ন ও গণতান্ত্রিক জাগরণের সাক্ষ্য বহন করে। ভবিষ্যৎ প্রজন্ম যেন জুলাই অভ্যুত্থানের গৌরবগাথা ভুলে না যায়, সে উদ্দেশ্যেই এ উদ্যোগ।”

এদিকে, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভাষণটি রাত ৮টায় একযোগে জাতীয় সম্প্রচারমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে।

প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অর্জন, এবং 'জুলাই সনদ' বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন