- ১৩ অক্টোবর, ২০২৫
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তার সরকারি বাসভবন ‘যমুনা’য় এক অনাড়ম্বর আয়োজনে এ অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট ও খামে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা, জাতীয় পতাকা ও আন্দোলনের প্রতীকী ছবি স্থান পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান।
স্মারক অবমুক্তির সময় সংক্ষিপ্ত বক্তব্যে ড. ইউনূস বলেন, “এই স্মারক কেবল এক টুকরো কাগজ নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, স্বপ্ন ও গণতান্ত্রিক জাগরণের সাক্ষ্য বহন করে। ভবিষ্যৎ প্রজন্ম যেন জুলাই অভ্যুত্থানের গৌরবগাথা ভুলে না যায়, সে উদ্দেশ্যেই এ উদ্যোগ।”
এদিকে, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভাষণটি রাত ৮টায় একযোগে জাতীয় সম্প্রচারমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে।
প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অর্জন, এবং 'জুলাই সনদ' বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা থাকবে বলে ধারণা করা হচ্ছে।