Tuesday, October 14, 2025

মার্কিন অভিনেত্রী লনি অ্যান্ডারসন আর নেই, চলে গেলেন জন্মদিনের আগেই


ফাইল ছবিঃ লনি অ্যান্ডারসন (সংগৃহীত)

মার্কিন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী লনি অ্যান্ডারসন আর নেই। ৩ আগস্ট (শনিবার) লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

লনি অ্যান্ডারসনের পরিবার থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী। ৫ আগস্ট তাঁর ৭৯তম জন্মদিন পালনের কথা থাকলেও তার দুই দিন আগেই না ফেরার দেশে পাড়ি জমান লনি।

১৯৪৫ সালের ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলে জন্মগ্রহণ করেন তিনি। তবে আশির দশকের শেষভাগেই তিনি সারা বিশ্বে পরিচিতি পান জনপ্রিয় কমেডি টেলিভিশন সিরিজ “WKRP in Cincinnati”-তে রেডিও স্টেশনের রিসেপশনিস্ট জেনিফার মার্লোর চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে।

এই চরিত্রের জন্য তিনি দুটি এমি অ্যাওয়ার্ড এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন অর্জন করেন, যা তাঁর অভিনয়জীবনের অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত হয়।

অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্বের মেলবন্ধনে টিভি পর্দায় নিজের অনন্য অবস্থান তৈরি করেছিলেন লনি অ্যান্ডারসন। তাঁর এই মৃত্যুতে হলিউডসহ বিশ্ব মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন