- ১৩ অক্টোবর, ২০২৫
২০২৪ সালের স্বৈরাচারবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয়ের ছয়জনের মরদেহ দাফনের জন্য আজ বৃহস্পতিবার আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে একজন পল্টন এলাকা থেকে, তিনজন যাত্রাবাড়ী থানার এলাকা থেকে এবং দুইজন—যাদের মধ্যে একজন নারী—ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ সময় পার হলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মরদেহগুলোর ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে, যা নিখোঁজ পরিবারদের শনাক্তকরণের কাজে ব্যবহার করা হবে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফনের জন্য হস্তান্তর করা হয়।
এই অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন এবং রমনা থানার উপ-কমিশনার মাসুদ আলম উপস্থিত ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সংঘর্ষ ও বিক্ষোভে নিহত অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। তাদের পরিবারের সদস্যরা ডিএনএ নমুনা দিয়ে পরিচয় নিশ্চিত করার সুযোগ পাচ্ছেন।