- ১৩ অক্টোবর, ২০২৫
যুক্তরাষ্ট্রের একটি সক্রিয় সৈনিককে দেশীয় নিরাপত্তার গোপন তথ্য রাশিয়াকে দেওয়ার চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
২২ বছর বয়সী টেইলর অ্যাডাম লি, যিনি টেক্সাসের ফোর্ট ব্লিসে দায়িত্ব পালন করছেন, তাকে “জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য বিদেশি প্রতিপক্ষকে প্রেরণের চেষ্টা” এবং “নিষিদ্ধ প্রযুক্তিগত তথ্য অনুমতি ছাড়াই রপ্তানির চেষ্টা” করার অভিযোগে মামলা করা হয়েছে। লি এখনো আদালতে কোনও জবাব দেননি।
জাতীয় নিরাপত্তা বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ আইজেনবার্গ বলেন, লি যুক্তরাষ্ট্রের প্রধান লড়াই ট্যাংক এম১এ২ অ্যাব্রাহামের সংবেদনশীল গোপন তথ্য রাশিয়াকে দেওয়ার চেষ্টা করেছিল। এম১এ২ হল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাংক।
জুন মাসে লি অনলাইনে রাশিয়ার কাছে সাহায্য প্রস্তাব দেন এবং বিনিময়ে রাশিয়ান নাগরিকত্ব পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার পাঠানো বার্তাগুলোতে দেখা গেছে, তিনি এম১এ২ ট্যাংকের কাজের পদ্ধতি ও দুর্বলতা সম্পর্কিত গোপন প্রযুক্তিগত তথ্য রপ্তানি করেছেন।
লি তার একটি বার্তায় বলেন, “আমার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের দুর্বলতা ফাঁস করার জন্য রেগে আছে। এখন আমি রাশিয়ান ফেডারেশনের যে কোনো কাজে সাহায্য করতে আগ্রহী।”
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং লি’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।