- ১৩ অক্টোবর, ২০২৫
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খাদ্যাভাব ও অপুষ্টির কারণে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ক্ষুধার্ত অবস্থায় প্রাণ হারানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭-এ, যাদের মধ্যে ৯৬ জন শিশু।
আইসোলেশন ও খাদ্য-ইন্ধন অবরোধের কারণে গাজার হাসপাতালে সঙ্কট বাড়ছে। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় ইসরায়েলের অবরোধে প্রায় ১০০’র বেশি অকালজাত শিশুর জীবন ‘তাত্ক্ষণিক বিপদে’ রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় ইন্ধন না থাকায় শিশুদের চিকিৎসায় ব্যবহৃত জীবনের জন্য অপরিহার্য যন্ত্রপাতি চলাচল করছে না।
জাতিসংঘের এক মুখপাত্র বলেন, “ইন্ধনের অভাবে হাসপাতালের জরুরি ও বাঁচানোর চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা নবজাত শিশুদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।”
স্বাস্থ্যকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে অবরোধ শিথিল করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোর দাবি জানিয়েছেন।
গাজার নাজুক মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে, যেখানে প্রতিনিয়ত প্রাণহানির সংখ্যা বাড়ছে এবং শিশুদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠছে।