- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। বরিশাল
২০২৪ সালের জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদ তাদের বেতন, পরীক্ষা ফি, পরিবহন ফি, বিভাগ উন্নয়ন ফি এবং হলের সকল প্রকার ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত একটি অফিসিয়াল পরিপত্রে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। পরিপত্রে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৫০তম সভা, অর্থ কমিটির ৪৬তম সভা এবং সিন্ডিকেটের ৯০তম ও ৯১তম সভার অনুমোদনের ভিত্তিতে এই ফি মওকুফ কার্যকর করা হয়েছে।
উল্লেখ করা হয়েছে, এই মওকুফ কার্যকর হয়েছে ৬ ফেব্রুয়ারি ২০২৫ থেকে। এছাড়াও, তালিকাভুক্ত আহত শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি ইতিমধ্যেই ৬ ফেব্রুয়ারি ২০২৫-এর পরও ফি জমা দিয়ে থাকেন, তবে তারা আবেদন করলে জমাকৃত অর্থ ফেরত পাবেন অথবা সমন্বয় করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে আহত শিক্ষার্থীরা অর্থনৈতিক বোঝা থেকে মুক্তি পাবেন এবং তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে আশা করা হচ্ছে।