Monday, January 19, 2026

জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা


ছবিঃ খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সকালে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। শুক্রবার (সকাল সাড়ে ১০টার দিকে) রাজধানীর জিয়া উদ্যানে তাঁরা উপস্থিত হয়ে প্রয়াত এই নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কবরের পাশে দাঁড়িয়ে তাঁরা পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থানের পর পরিবারের সদস্যরা জিয়া উদ্যান ত্যাগ করেন।

সকালে ফজরের নামাজের পর থেকেই সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত রাখা হয়। তবে পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগের দিন বৃহস্পতিবারও খালেদা জিয়ার কবরে বিএনপির নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বুধবার তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে জিয়া উদ্যানে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন