Tuesday, October 14, 2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করল ইসলামী ছাত্রীসংস্থা


ছবিঃ জবিতে ইসলামী ছাত্রীসংস্থার পোস্টারিং (সংগৃহীত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা নারী শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫’ কর্মসূচি ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে ক্যাম্পের তথ্য প্রচার করা হয়। পোস্টারে উল্লেখ করা হয়েছে, ক্যাম্প অনুষ্ঠিত হবে নবাব ফয়জুন্নেছা হলের দ্বিতীয় তলায় (লিফটের পাশে)। প্রথমদিন, ২৮ আগস্ট, দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এবং পরের দিন, ২৯ আগস্ট, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম চলবে।

ক্যাম্পে সাতজন এমবিবিএস চিকিৎসক বিভিন্ন বিভাগের সেবা প্রদান করবেন। সেবার মধ্যে থাকবে গাইনি ও অবস্টেট্রিকস, ডায়াবেটোলজি, মেডিসিন, চর্মরোগ এবং দন্ত চিকিৎসা। এছাড়াও রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় সাধারণ ওষুধ সরবরাহের ব্যবস্থা থাকবে। নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞদের আলাদা সেবা রাখা হয়েছে।

জবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী জানান, “আগে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু কার্যক্রম করেছি, কিন্তু এবার প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসছি। ভবিষ্যতে আমাদের কর্মসূচি আরও সম্প্রসারিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য ও বুলিংয়ের শিকার হচ্ছি, যার কারণে অনেক নারী শিক্ষার্থী বিব্রত হন। তবে এসব প্রতিকূলতা মোকাবিলা করে আমরা আমাদের কাজ অব্যাহত রাখব। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।”

এই ফ্রি মেডিকেল ক্যাম্প নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন