- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফশিল আগামীকাল বুধবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই দিনে প্রকাশিত হবে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি, নিশ্চিত করেছেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
মঙ্গলবার দুপুরে ড. মোস্তফা হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “আগামীকাল আনুষ্ঠানিকভাবে তফশিল ঘোষণা করা হবে। তখনই নির্বাচনের সঠিক তারিখ জানা যাবে। নির্বাচনের আচরণবিধিও আমরা চূড়ান্তভাবে প্রকাশ করবো। আপাতত এর বেশি কিছু বলা সম্ভব নয়। বিস্তারিত সবকিছু জানানো হবে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি-দাওয়া আমরা শুনেছি, তবে এই বিষয়ে অতিরিক্ত মন্তব্য করা সমীচীন মনে হচ্ছে না।
এর আগে, ৩০ অক্টোবর রাতে খচড়া আচরণবিধি প্রকাশ করা হয়েছিল। এতে প্রার্থী হওয়ার জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়টি রাখা হয়। গত রবিবার আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উল্লেখযোগ্য, ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন:
অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (আইন বিভাগ)
অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি (পদার্থবিজ্ঞান)
অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)
সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পেতে যাচ্ছে।