Monday, January 19, 2026

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার


ছবিঃ গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মী শেখ শিমন। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম শেখ শিমন (২১)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে সন্দেহজনকভাবে অবস্থান করার সময় আশুলিয়া থানা পুলিশের একটি দল তাকে আটক করে। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়।

জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি নিজেকে ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে পরিচয় দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিজয় দিবস উপলক্ষে বেদীতে ফুল দিতে স্মৃতিসৌধে আসেন বলে জানান।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার শেখ শিমন আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার বাসিন্দা এবং আব্দুল আলিম শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আশুলিয়া কমিটির সাবেক সদস্য ছিলেন।

পুলিশ আরও জানায়, শেখ শিমনের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি একসঙ্গে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হলেও অন্যদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, শেখ শিমনকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে পাঠানো হবে। কোন ধারায় মামলা করা হবে, তা তদন্ত শেষে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন