- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি এবং এটি জনগণের প্রত্যাশা ভঙ্গ করে। তিনি উল্লেখ করেন, “ভিন্নমত থাকতেই পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা রোধ করার চেষ্টা নিছক স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন।”
বিবৃতিতে বিএনপি আরও জানায়, প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় বহু দলের উপস্থিতি অপরিহার্য। কোনো দলের সাংগঠনিক কর্মকাণ্ড চলবে কি না, তা কেবল জনগণের সমর্থনের ওপর নির্ভরশীল। হামলা, হুমকি বা সহিংস আচরণের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম থামানোর চেষ্টা গণতন্ত্রবিরোধী।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার সন্ধ্যায় কাকরাইলের জাপা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনের নিচতলার আসবাবপত্র ও নথিপত্র পুড়ে যায়। দেয়ালে থাকা এরশাদের ছবি ও দলীয় লোগো ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত জাপা নেতা-কর্মীরা এ সময় বিক্ষোভ মিছিল বের করেন।
জাপা এ ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করলেও, সংগঠনটি নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। উল্লেখ্য, এর আগেও গত ২৯ আগস্ট জাপা ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর জাপার কার্যালয়ে ভাঙচুর হয়েছিল। সেই ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।