Tuesday, October 14, 2025

জাতীয় পার্টি রক্ষায় বিএনপির ভূমিকার ওপর শামীম হায়দারের মন্তব্য


ছবিঃ সংগৃহীত

আসিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার, PNN News 24/7

জাতীয় পার্টি (জাপা)-কে রক্ষা করার দায়িত্ব এখন গণতন্ত্রের স্বার্থে বিএনপির ওপর বর্তায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুললেও বিষয়টি এখন স্তিমিত হয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি।”

তিনি আরও বলেন, “যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও নিষেধাজ্ঞা থাকে, তাহলে নির্বাচনিী মঞ্চে মূল তিন রাজনৈতিক দলের ওপর প্রভাব পড়বে। সে ক্ষেত্রে আসনের ভাগাভাগি হতে পারে—২০০ আসন বিএনপি ও ৫০-৫০ অন্যদের। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে। কারণ, অন্যান্য দলগুলো বলবে, আমাদের আরও ১০০ আসন না দিলে আমরা ভোটে যাব না। এতে বিএনপি পাপেট হয়ে পড়তে বাধ্য হবে।”

রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ প্রয়োজন উল্লেখ করে শামীম হায়দার বলেন, “জিয়াউর রহমানের সময়ও ২১ আগস্টের পর দুই বছরের একটি কুলিং পিরিয়ড বজায় ছিল। এর ফলে আটের ভোটের পর আওয়ামী লীগ বিএনপির ওপর তাৎক্ষণিক নির্যাতন শুরু করেনি, পরে তা শুরু হয়। বাংলাদেশে এখন এমন একটি কুলিং পিরিয়ড জরুরি।”


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন