Tuesday, October 14, 2025

জাতীয় ঐকমত্য কমিশন: জুলাই সনদের খসড়ায় সংশোধনী ও রাজনৈতিক দলগুলোর মতামত সমন্বয়


ছবিঃ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে (সংগৃহীত)

ঢাকা – জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করে জুলাই সনদের সমন্বিত খসড়ায় সংশোধনী আনার প্রক্রিয়া শুরু করেছে। কমিশন জানাচ্ছে, দলগুলোর কাছ থেকে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা সংক্রান্ত যে আপত্তি ও পরামর্শ এসেছে, সেগুলোকে খসড়ায় প্রতিফলিত করার চেষ্টা করা হচ্ছে।

গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়গুলো পর্যালোচনা করা হয়। আজ বৃহস্পতিবারও কমিশন এ বিষয়ে পুনরায় বৈঠক করার কথা জানিয়েছে। বৈঠক চূড়ান্ত হলে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরাসরি আলোচনার সূচনা হবে।

জাতীয় ঐকমত্য কমিশন জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন) গঠন করা হয়। এই কমিশনগুলো ৮৪টি সংস্কার প্রস্তাব তৈরি করে, যা ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুই পর্বে দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্য ও সিদ্ধান্তে পৌঁছায়।

এসব প্রস্তাবের ভিত্তিতে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ, যাতে রাষ্ট্রের প্রশাসনিক ও সংবিধানিক কাঠামো আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্য রাখা হয়েছে। কমিশন আশাবাদী, সংশোধিত খসড়া রাজনৈতিক দলগুলোর মতামতের সর্বোচ্চ প্রতিফলন ঘটাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন