Tuesday, October 14, 2025

জাতীয় নির্বাচন সামনে রেখে দ্রুত সংস্কারের মাধ্যমে দেশের অগ্রগতি চান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ


ফাইল ছবিঃ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ (সংগৃহীত)

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সময়ের মধ্যেই বিভিন্ন সংস্কারমূলক কাজ চালিয়ে দেশকে যতটা সম্ভব এগিয়ে নিতে হবে।

বুধবার মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ব্যাংকিং খাতে যেসব দুর্নীতি ও অর্থপাচারের ঘটনা ঘটেছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা পৃথিবীর অন্য কোথাও হয়নি।”

ড. সালেহউদ্দিন আরও বলেন, “অন্যান্য ব্যাংকের অবস্থা যেভাবে খারাপ, তার তুলনায় কৃষি ব্যাংকের অবস্থান বেশ ভালো। দেশের কৃষি বিপ্লবের পেছনে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি।”

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের চেয়ারম্যান জাহিদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, মো. খালেদা জুম্মানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নে সহায়তা করার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন