Tuesday, October 14, 2025

জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কিত নই, আত্মবিশ্বাসী বিএনপি: মির্জা ফখরুল


ছবিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি শঙ্কিত নয়, তবে কিছু রাজনৈতিক মহল অযথা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন, যথাসময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ সেই নির্বাচনে অংশ নেবে।

রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। আগামীকাল সোমবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর বর্তমান সরকারের সময়ে ভয়াবহ দমন-পীড়ন চালানো হয়েছে। ৭৫টির বেশি মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মী আসামি হয়েছেন। অনেককে আদালতে হাজিরা দিতে হয়েছে, কারাভোগ করতে হয়েছে এবং অনেকেই গ্রেপ্তার এড়াতে ধানখেতে বা বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন।

তাঁর ভাষায়, “একটি অগণতান্ত্রিক ও নিষ্ঠুর পরিস্থিতির মধ্য দিয়েই ঠাকুরগাঁও বিএনপি টিকে ছিল। আজ তারা নতুন উদ্দীপনায় উজ্জীবিত।”

বিএনপির মহাসচিব জানান, জেলা সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। এ বিষয়টি নেতাকর্মীদের মধ্যে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, এই সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে।”

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহসভাপতি আবু তাহের, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন