- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের একদিন আগে হঠাৎ করেই কয়েকজন প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট অচল হয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির–সমর্থিত প্যানেল।
আজ সোমবার দুপুরে দেখা যায়, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদীর অ্যাকাউন্ট ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একইভাবে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের অ্যাকাউন্টও অচল হয়ে গেছে।
পরে দুপুর আড়াইটার দিকে দেখা যায়, জিএস প্রার্থী তানভীর বারী হামিমের অ্যাকাউন্ট পুনরায় সচল হয়েছে। তবে অন্যদের আইডি এখনও অচল রয়েছে।
মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেন, “আগেই সতর্ক করেছিলাম যে নির্বাচনের আগের দিন নানা ধরনের সাইবার হামলার চেষ্টা হতে পারে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আইডি নেই। ফেসবুক কর্তৃপক্ষের কাছে আপিল করেছি, তবে জানি না নির্বাচনের আগে আইডি ফেরত পাব কিনা।”
তিনি আরও জানান, সকালের দিকে আইডি একবার বন্ধ হয়ে পুনরায় চালু হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর আবারও অচল করে দেওয়া হয়।
ছাত্রশিবির সমর্থিত প্যানেল অভিযোগ করেছে, শুধু ভিপি প্রার্থীই নয়, তাঁদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খান এবং ক্রীড়া সম্পাদক প্রার্থী আরমান হোসেনের ফেসবুক অ্যাকাউন্টও একইভাবে অচল হয়ে গেছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এক বার্তায় জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত সাইবার আক্রমণ। তাঁর ভাষায়, “এভাবে ভয় দেখিয়ে বা আইডি বন্ধ করে কোনো ষড়যন্ত্রই নির্বাচনী প্রচেষ্টা থামাতে পারবে না। শিক্ষার্থীরা আমাদের পাশে থাকলে প্রার্থীরা লড়াই চালিয়ে যাবেন।”
একই ধরনের অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এসএম ফরহাদও। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমাদের প্রার্থীদের আইডিতে ধারাবাহিকভাবে সাইবার আক্রমণ চলছে। কয়েকজনের আইডি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। বাকিদের আইডি প্রায়ই লগআউট হয়ে যাচ্ছে।”
আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল রবিবার ছিল প্রচারের শেষ দিন।