- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে স্থাপিত আটটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে।
এবারের নির্বাচনে ব্যালটের আকার পূর্বের তুলনায় বড় হয়েছে। ডাকসুর ব্যালট থাকবে পাঁচ পৃষ্ঠার এবং হল সংসদের ব্যালট হবে এক পৃষ্ঠার। ভোটগ্রহণে ব্যবহার করা হবে আধুনিক অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিট।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদে মোট ২৩৪ পদে লড়ছেন ১,০৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে একজন ভোটারকে দিতে হবে সর্বমোট ৪১টি ভোট।
ভোটারদের প্রথমে পরিচয় নিশ্চিত করতে হবে নির্দিষ্ট পরিচয়পত্রের মাধ্যমে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ প্রদর্শন করবেন, আর অন্য বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি বা হল কার্ড ব্যবহার করবেন। পরিচয় নিশ্চিতকরণের পর ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে এবং ব্যালট প্রদান করা হবে।
মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভোটকক্ষে প্রবেশ নিষিদ্ধ। ভোটার পছন্দের প্রার্থীর নামের পাশে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দিয়ে ব্যালট আলাদা বাক্সে জমা দেবেন। ডাকসু ও হল সংসদের জন্য থাকবে দুটি পৃথক ব্যালট বক্স।
প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালট চালু করা হয়েছে। সাতটি হল থেকে ৩০ জন শিক্ষার্থীকে এ সুবিধার আওতায় আনা হয়েছে। ডাকসুর ব্রেইল ব্যালট হবে ৩০ পাতার বুকলেট আকারে, আর হল সংসদের ব্যালট হবে তিন থেকে চার পাতার।
রিটার্নিং কর্মকর্তা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর জানিয়েছেন, ব্রেইল পড়তে না পারা শিক্ষার্থীরা পোলিং কর্মকর্তা বা নির্ভরযোগ্য সহযোগীর সহায়তায় ভোট দিতে পারবেন।
ভোটারদের সচেতন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে সভার আয়োজন করেছে। এছাড়া নির্বাচন কমিশন ভিডিও বার্তার মাধ্যমে ভোটদানের নিয়ম শিক্ষার্থীদের কাছে তুলে ধরেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।