Tuesday, October 14, 2025

জাতীয় নাগরিক পার্টির দাবি: নতুন সংবিধানে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে


ছবিঃজাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ( সংগৃহীত । বিডি নিউজ)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা নিশ্চিত করতে চায়। দলের সদস্যসচিব আখতার হোসেন বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রণয়ন জরুরি, যেখানে জুলাই ঘোষণাপত্র সংযুক্ত থাকবে এবং এর সাংবিধানিক স্বীকৃতি ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

এ কথা তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের বলেন।

আখতার হোসেন এনসিপির প্রস্তাব তুলে ধরে জানান, বর্তমান সংবিধানের জরুরি অবস্থা ঘোষণার বিধানে সংশোধনী আনার প্রয়োজন রয়েছে। অতীতে জরুরি অবস্থা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষর ছাড়া জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এনসিপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, রাষ্ট্রপতি যেন সর্বদলীয় সংসদীয় কমিটি বা সরাসরি সংসদের অনুমোদনের মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।

তিনি আরো বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থা ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল দমন করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তাই শুধুমাত্র বহিঃশত্রুর আক্রমণ, যুদ্ধাবস্থা, মহামারি, প্রাকৃতিক দুর্যোগ বা আঞ্চলিক অখণ্ডতার মতো পরিস্থিতিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন, সেই বিধান প্রণয়ন করতে হবে। জরুরি অবস্থায় অবশ্য মৌলিক মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে এনসিপি দাবি জানিয়েছে, নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হোক। আখতার হোসেন বলেন, বর্তমানে প্রধান বিচারপতি নিয়োগে নির্দিষ্ট কোনো আইন বা নিয়ম নেই, ফলে অতীতে রাজনৈতিক দলগত বিবেচনায় নিয়োগ হয়েছে। তাই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা প্রয়োজন।

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় প্রবীণ বিচারককে প্রধান বিচারপতি নিয়োগ করার প্রস্তাব এসেছে, যেখানে এনসিপি জ্যেষ্ঠ বিচারক নিয়োগের পক্ষপাতী। কারণ দুটি অপশনের মধ্যে দলীয় আনুগত্যের কারণ সৃষ্টি হতে পারে, তাই সুনির্দিষ্ট নিয়মে জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি করার সুপারিশ করেছে এনসিপি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন