- ০৪ ডিসেম্বর, ২০২৫
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের শুক্রবার (১৫ আগস্ট) চৌদ্দগ্রামে অনুষ্ঠিত ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো বিভাজনের প্রয়োজন নেই। তিনি বলেন, “আমরা সবাই মানুষ। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। এটি প্রতিটি ধর্মের আহ্বান।”
ডা. তাহের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান এবং জানান, জামায়াতের পরিচয়ে কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন বা হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি যোগ করেন, “আপনারা কোনো ভয় পেয়ে চলবেন না। আমরা আছি, আপনাদের নিরাপত্তায়। আমরা চৌদ্দগ্রামকে একটি সম্প্রীতির উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
সভায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি বেলাল হোসাইন সঞ্চালনা করেন। এছাড়া বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহীম, জামায়াত নেতা আব্দুর রহিম, ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন পাটোয়ারী, দীপংকর চক্রবর্তী, শ্যামল সুর, রায় মোহন সুত্রধর, বলরাম কর্মকার ও বসু দেবনাথ।
সভা থেকে প্রত্যেকেই একমত প্রকাশ করেন, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মিলেমিশে চলা ও সমাজে সম্প্রীতি বজায় রাখাই সর্বোচ্চ অগ্রাধিকার।