Monday, January 12, 2026

জামায়াতে ইসলামী–ইসলামী আন্দোলন বাংলাদেশর আসন বণ্টন নিয়ে অনিশ্চয়তা, শীর্ষ পর্যায়ে ফের আলোচনা


প্রতীকী ছবিঃ জামায়াত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন বণ্টন নিয়ে দূরত্ব পুরোপুরি কাটেনি। পাশাপাশি আরও কয়েকটি দলের অসন্তোষ থাকায় ৩০০ আসনের সমঝোতা নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে দুই দলের শীর্ষ নেতাদের সরাসরি হস্তক্ষেপে আবারও আলোচনা শুরু হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হলেও আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ থাকায় এই সময়ের মধ্যেই সমঝোতা চূড়ান্ত করার চাপ বাড়ছে জোটসংশ্লিষ্ট দলগুলোর ওপর।

রাজনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনার শুরুতে ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল তুলনামূলক বেশি আসনের দাবি তোলে। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এলডিপি ও এবি পার্টিসহ নতুন দলগুলো সমঝোতা প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় আসন বণ্টনের হিসাব পাল্টে যায়। এতে কিছু দলের মধ্যে অস্থিরতা ও অসন্তোষ তৈরি হয়।

এদিকে সমঝোতার আলোচনা চলমান থাকলেও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন উভয় দলই বিপুল সংখ্যক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। পাশাপাশি অন্যান্য শরিক দলও নিজেদের মতো করে প্রার্থী দিয়েছে, যা সমঝোতার পথে বাড়তি চাপ সৃষ্টি করেছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানিয়েছেন, আগের সংকট পুরোপুরি কাটেনি। যেসব আসনে এখনো সমঝোতা হয়নি, সেখানে যৌথ জরিপের কথা থাকলেও তা সম্পন্ন হয়নি। তাঁর মতে, সব দলের মধ্যে নমনীয়তা তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে।

মনোনয়নপত্র জমার পর ইসলামী আন্দোলনের ভেতরে প্রকাশ্যে অসন্তোষ দেখা দেয়। দলটির একাধিক নেতা দাবি করেছেন, যেসব আসনে তারা শক্ত অবস্থানে রয়েছে, সেগুলোর যথাযথ প্রতিফলন সমঝোতায় হচ্ছে না। তাদের একটি অংশের অভিযোগ, নতুন যুক্ত হওয়া দলগুলোর কারণে আগে প্রস্তুত করা আসনসংখ্যা কমাতে হচ্ছে, যা তৃণমূল পর্যায়েও ক্ষোভের জন্ম দিয়েছে।

অন্যদিকে জামায়াত নেতারা বলছেন, আসন বণ্টনে বাস্তবতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নিতে হবে। অতিরিক্ত দাবি করলে সমঝোতা বাধাগ্রস্ত হতে পারে। তাদের মতে, ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট করতে নানা মহল থেকে অপচেষ্টা চলছে।

এনসিপি ও এবি পার্টির মধ্যেও আসনসংখ্যা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এনসিপি সূত্রে জানা গেছে, তারা কমপক্ষে ৩০টি আসনে সমঝোতা নিশ্চিত করতে চায়। তবে শেষ পর্যন্ত কোন কোন আসনে ছাড় দেওয়া হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। এবি পার্টিও জানিয়েছে, আসন সমঝোতা ও জোটের কাঠামো এখনো স্পষ্ট নয়।

সব মিলিয়ে ইসলামী দলগুলোর মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো চলমান। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগে সমঝোতা চূড়ান্ত না হলে নির্বাচনী মাঠে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন