Monday, January 12, 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশির মৃত্যু: পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর


ছবিঃ বাংলাদেশি নাগরিক রবিউল ইসলামের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়ার পর মারা যাওয়া বাংলাদেশি নাগরিক রবিউল ইসলামের মরদেহ অবশেষে ফেরত দিয়েছে ভারত। সোমবার (৫ জানুয়ারি) রাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের বাসিন্দা এবং নিজাম উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, জহুরপুরটেক সীমান্ত এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে মরদেহ হস্তান্তরের সময় দুই দেশের পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে বিএসএফ মরদেহ হস্তান্তরের সময় কোনো ময়নাতদন্ত প্রতিবেদন প্রদান করেনি।

বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের পর তাকে আটক করা হয়। আটক অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এ বিষয়ে অনুষ্ঠিত একাধিক পতাকা বৈঠকেও একই বক্তব্য তুলে ধরে বিএসএফ।

তবে বিজিবি অধিনায়ক জানান, ময়নাতদন্ত প্রতিবেদন না থাকায় মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ পুলিশ মরদেহের ময়নাতদন্ত করবে। রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে মৃত্যুটি স্বাভাবিক নাকি অন্য কোনো কারণে হয়েছে।

এদিকে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি রাতে প্রচণ্ড শীতের মধ্যেই রবিউল ইসলাম কয়েকজনের সঙ্গে সীমান্ত অতিক্রম করে ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করেন। বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালাতে পারলেও রবিউল আটক হন। পরদিন ভোরে তাকে একটি ক্যাম্পে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ঘটনাটি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, আটক হওয়ার পর নির্যাতনের কারণেই রবিউল ইসলামের মৃত্যু হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন