Tuesday, October 21, 2025

জামায়াত-আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ-ওপিঠ: এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক


ছবিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াত গণমানুষের দল নয়। তিনি আরও বলেন, জামায়াত ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবে দেখা যায়, এবং এই রাজনৈতিক সম্পর্ক বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সামান্তা শারমিন বলেন, “জামায়াত যদি মনে করে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে, তারা ভুল ভাবছে। ইতিপূর্বে ক্ষমতায় যেতে আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। জামায়াত ক্ষমতায় এলে, আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক কিছু শক্তি এটিকে দেখানোর চেষ্টা করবে যে, দেশ ইসলামিস্টদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, আর এইভাবে আওয়ামী লীগ তার প্রাসঙ্গিকতা বজায় রাখবে।”

তিনি আরও উল্লেখ করেন, “সিভিল সোসাইটিতে আওয়ামী লীগের পক্ষের অনেকে সক্রিয়। জামায়াত চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করতে, যাতে আওয়ামী লীগের ভোট তাদের দিকে যায়।”

সামান্তা শারমিন বলেন, জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে এনসিপির রাষ্ট্রকর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন, তাই এনসিপি এই পুরোনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। তিনি জানান, এনসিপি নিজস্ব জোট গঠনের চেষ্টা করবে অথবা নিজেদের সক্ষমতা এই নির্বাচনে পরীক্ষা করবে।

এনসিপির এই অবস্থান দেশের রাজনৈতিক মঞ্চে নতুন উত্তাপ সৃষ্টি করতে পারে, যেখানে পুরনো রাজনৈতিক গোষ্ঠী ও নতুন দলগুলোর অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন