- ১৩ অক্টোবর, ২০২৫
যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ শুল্ক হ্রাস এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের সহযোগিতা চেয়ে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেন জামায়াতের শীর্ষ নেতারা। বৈঠকে নির্বাচন, সংস্কার কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন, বিশেষ করে চলমান রাজনৈতিক সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি, এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যদি যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন হয়, সে অনুরোধও জানানো হয়েছে।”
তিনি আরও জানান, জামায়াত গার্মেন্টস খাতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে শুল্ক কমিয়ে সহনীয় পর্যায়ে আনার অনুরোধ রাষ্ট্রদূতের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে।
নারীর ক্ষমতায়ন ও সন্ত্রাসবাদ নিয়ে মার্কিন পক্ষ জানতে চাইলে, জামায়াত তাদের অবস্থান ব্যাখ্যা করে। পারস্পরিক সম্মান, অভিন্ন স্বার্থ এবং প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতিও দেয়া হয়।
এ সময় জামায়াতের নারী নেত্রীরা রাষ্ট্রদূতকে উপহারও প্রদান করেন, যার ছবি পরে দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বিষয়ে প্রশ্নে স্পষ্ট অবস্থান
ব্রিফিংয়ে মানবাধিকার কার্যালয় নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে তাহের বলেন, “যদি এর মাধ্যমে সংস্কৃতিবিরোধী, ধর্মবিরোধী কোনো উদ্দেশ্য বাস্তবায়নের ষড়যন্ত্র হয়, আমরা তার বিরোধিতা করব। তবে যদি এটি দেশের কল্যাণে হয়, তাহলে আমাদের আপত্তি নেই।”
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা বা প্রতিবেশী ভারত নিয়ে বৈঠকে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি বলে জানান তাহের। তবে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানান তিনি।
ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।