- ১৩ অক্টোবর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। এই মর্মান্তিক ঘটনা ঘটে শুক্রবার সকাল ৮টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।
তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভোট গণনার কক্ষে উপস্থিত নির্বাচনী কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম মাইকে ঘোষণা দিয়ে বলেন, “এমন পরিস্থিতিতে আমরা দোয়া করবেন, তবে আমাদের দায়িত্বও চালিয়ে যেতে হবে।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোটগ্রহণ শেষে তিনি বাসায় ফিরে যান এবং রাতের কোনো নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন না। শুক্রবার সকালে দায়িত্ব পালনের জন্য সিনেট ভবনে আসার পর সকাল ৮টা ১৫ মিনিটে অসুস্থ হয়ে পড়েন।
জান্নাতুল ফেরদৌস ২০১৬ এবং ২০১৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে বিএফএ এবং এমএফএ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি চারুকলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার বিষয়ভিত্তি চিত্রকলা, মুসলিম শিল্প ও শিল্প ইতিহাস।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি জানান, হাসপাতালে দ্রুত নেওয়া হলেও তার জীবন বাঁচানো যায়নি। বিশ্ববিদ্যালয় সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমেছে।