- ১৩ অক্টোবর, ২০২৫
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে টানা দুই দিনে দুই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বুধবার বিএনপি নেতা খবির সরদার হত্যার পরের দিন বৃহস্পতিবার রাতে মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহটি পাওয়া যায়। স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবার মরদেহটি আলমাস সরদারের বলে শনাক্ত করে।
জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম জানান, “খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, মঙ্গলবার রাত ৯টার দিকে আজান দেওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় আলমাস সরদারকে প্রধান অভিযুক্ত করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, মসজিদে আজান ও বয়ান বন্ধের চেষ্টা করায় এ নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং এর জেরে খবির সরদার খুন হন।
পরপর দুই দিনে দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসী বলছে, ছোট একটি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে গড়ানোয় তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।