Tuesday, October 14, 2025

তাইওয়ানের স্বাধীনতা রক্ষার অধিকার রয়েছে: মার্কিন সিনেটর উইকার


ছবিঃ ২০২৫ সালের ২৯ আগস্ট তাইওয়ানের তাইপে শহরের সঙশান বিমানবন্দরে পৌঁছায় যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দল (সংগৃহীত । ফ্যাবিয়ান হামাখার/রয়টার্স )

তাইওয়ানের রাজধানী তাইপেতে সফররত মার্কিন সিনেটর রজার উইকার দ্বীপটির স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন জানিয়েছেন। শুক্রবার দুইজন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর তাইওয়ানে পৌঁছে প্রেসিডেন্ট লাই ছিং-তের সঙ্গে বৈঠক করেন এবং ক্রমবর্ধমান চীনা সামরিক হুমকির প্রেক্ষাপটে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সিনেটের শক্তিশালী আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান উইকার বলেন, “মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে আমরা দীর্ঘমেয়াদি বন্ধুত্ব ও প্রতিশ্রুতির বার্তা নিয়ে এসেছি। তাইওয়ানের মতো একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন থাকা ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার পূর্ণ অধিকার রয়েছে।”

তার সঙ্গে সফররত সিনেটর ডেব ফিশারও দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ফিশার সফরের আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন, এ অঞ্চলে মার্কিন অবস্থান আরও শক্তিশালী করার উপায় সরাসরি পর্যবেক্ষণ করাই তার লক্ষ্য।

সফরটি এমন সময়ে হচ্ছে যখন মার্কিন সেনেট আগামী সপ্তাহে প্রায় এক ট্রিলিয়ন ডলারের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (NDAA) নিয়ে আলোচনা করবে। এতে তাইওয়ান সম্পর্কিত নীতিতে নতুন বিধান যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন উইকার।

অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, “এই সফর চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে ভুল বার্তা দিচ্ছে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন