Tuesday, October 14, 2025

গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদে চার কর্মীকে ছাঁটাই করল মাইক্রোসফট


ছবিঃ মাইক্রোসফট (সংগৃহীত । আল জাজিরা)

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে কোম্পানির ভেতরে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে মাইক্রোসফট চার কর্মীকে চাকরিচ্যুত করেছে। এর মধ্যে দু’জন এই সপ্তাহে প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের কার্যালয়ে বসে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

প্রতিবাদী সংগঠন “নো আজুর ফর অ্যাপারথাইড” বুধবার এক বিবৃতিতে জানায়, কর্মী আনা হ্যাটল ও রিকি ফ্যামেলিকে ভয়েসমেইলের মাধ্যমে চাকরিচ্যুতির খবর দেওয়া হয়। পরদিন আরও দুই কর্মী — নিসরিন জারাদাত ও জুলিয়াস শ্যান — একইভাবে চাকরি হারান।

এই কর্মীরা সম্প্রতি কোম্পানির সদর দপ্তরে ক্যাম্প বসিয়ে মাইক্রোসফটের ইসরায়েলকে দেওয়া সহায়তার প্রতিবাদ করছিলেন। সংগঠনের দাবি, মাইক্রোসফট তার আজুর ক্লাউড সফটওয়্যার ব্যবহার করে ইসরায়েলকে এমন প্রযুক্তি সরবরাহ করছে, যা গাজায় গণহত্যাকে সম্ভব করছে।

এক বিবৃতিতে হ্যাটল বলেন, “আমরা এখানে কারণ মাইক্রোসফট ইসরায়েলকে গণহত্যার সরঞ্জাম সরবরাহ করছে এবং নিজেদের কর্মীদের কাছে ভিন্ন বাস্তবতা তুলে ধরে বিভ্রান্ত করছে।”

মঙ্গলবার ব্র্যাড স্মিথের অফিসে অবস্থান কর্মসূচি থেকে সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন ছিলেন বর্তমান কর্মী, বাকি পাঁচজন সাবেক কর্মী ও বাইরের কর্মী-সমর্থক।

অন্যদিকে মাইক্রোসফট জানিয়েছে, চাকরিচ্যুতির সিদ্ধান্ত কোম্পানির নীতিমালা ভঙ্গ ও কর্মক্ষেত্রে “নিরাপত্তাজনিত ঝুঁকি” তৈরি করার কারণে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট স্মিথ বলেন, “মাইক্রোসফট মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে, তবে তা অবশ্যই আইনসম্মত উপায়ে হতে হবে।”

সম্প্রতি দ্য গার্ডিয়ান, ৯৭২ ম্যাগাজিন এবং লোকাল কল এর যৌথ অনুসন্ধানে উঠে আসে, ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ফিলিস্তিনিদের বিপুল পরিমাণ টেলিফোন রেকর্ড সংরক্ষণে মাইক্রোসফট আজুর ক্লাউড ব্যবহার করছে। বিষয়টি প্রকাশের পর থেকেই মাইক্রোসফটের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে।

সুত্রঃ আল জাজিরা 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন