Friday, December 5, 2025

জাহিদুল ইসলামের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগে জাবি শিক্ষিকার বিরুদ্ধে মামলা


ছবিঃ জাহিদুল ইসলাম ও ড. নাহরিন ইসলাম খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

অভিযুক্ত শিক্ষিকা ড. নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বর্তমান রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার আমলি আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় এই মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২৫ অক্টোবর গাজী টিভির একটি আলোচনামূলক অনুষ্ঠানে ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ শীর্ষক পর্বে অংশ নিয়ে ড. নাহরিন ইসলাম খান অধ্যাপক জাহিদুল ইসলামকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন। তিনি দাবি করেন, জামায়াত নেতা জাহিদুল ইসলাম নাকি একসময় বলেছিলেন—“আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের প্রতি জামায়াতের ‘হক’ থাকবে।”

অধ্যাপক জাহিদুল ইসলামের অভিযোগ, এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচারমূলক, যা তার ব্যক্তিগত সম্মান ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব জানান, “আমরা আদালতে টেলিভিশন অনুষ্ঠানটির ভিডিও ক্লিপসহ সব প্রমাণ জমা দিয়েছি। আদালত মামলাটি প্রাথমিকভাবে গ্রহণ করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিবেচনায় নিয়েছেন।”

এদিকে, ড. নাহরিন ইসলাম খানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন