Tuesday, October 14, 2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্টে রিট


ফাইল ছবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু কেন্দ্র (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সোমবার রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছেন।

তবে রিট আবেদনে প্রদত্ত কারণ বা শুনানির বিস্তারিত তথ্য জানা যায়নি। ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

১৯৭২ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর জাকসু নির্বাচন এখন পর্যন্ত ৯ বার অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালে এক শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের সংঘর্ষের পর নির্বাচন বাতিল করা হয়েছিল। এরপর থেকে জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ক্ষেত্রে একাধিক রিট দায়ের হয়েছিল। হাইকোর্ট কিছু ক্ষেত্রে নির্বাচন স্থগিতের আদেশ দিলেও পরে আপিল বিভাগ তা স্থগিত করে। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন