- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন প্রক্রিয়া ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা সাতটি ইউনিটে অনুষ্ঠিত হবে। A, B, C ও D ইউনিটের জন্য আবেদন ফি ৮০০ টাকা, E ইউনিটের জন্য ৭০০ টাকা এবং C1 ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিটের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আবেদন ফিতে ১.২ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে।
ভর্তি পরীক্ষা ও সময়সূচি:
ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে (শুক্র ও শনিবার ব্যতীত)। চূড়ান্ত তারিখ ও সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ওয়েবসাইট ju-admission.org-এ এবং সংবাদপত্রে প্রকাশ করা হবে।
আবেদনের যোগ্যতা:
যেকোনো শিক্ষার্থী, যিনি ২০২২ বা পরবর্তী সালে মাধ্যমিক/সমমানের এবং ২০২৪ বা ২০২৫ সালে উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষা উত্তীর্ণ, আবেদন করতে পারবেন। A ইউনিট ও আইআইটি-র জন্য সর্বনিম্ন মোট জিপিএ ৮.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। অন্যান্য ইউনিটের ক্ষেত্রে নির্ধারিত জিপিএ অনুযায়ী যোগ্যতা থাকতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বরবণ্টন ও পদ্ধতি:
ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। OMR শিটে উত্তর পূরণের জন্য ৫ মিনিটের অতিরিক্ত সময় প্রদান করা হবে। ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কর্তন করা হবে। প্রতিটি ইউনিটের প্রশ্নপত্রে বিষয়ভিত্তিক নম্বর বণ্টন নির্ধারিত রয়েছে। উদাহরণস্বরূপ, A ইউনিটে গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২ এবং আইসিটি ৮ নম্বরের।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা:
প্রয়োজনীয় হলে শিক্ষার্থীরা ভর্তি ইউনিট প্রধানের মাধ্যমে বিশেষ সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
জাবির ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, “ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হবে। শিক্ষার্থীদের অবশ্যই ফি প্রদানের রশিদ নিশ্চিত করতে হবে, কারণ নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।”
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য, সিটপ্ল্যান এবং ফলাফল বিশ্ববিদ্যালয়ের ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।