- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর)। এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে।
ভর্তি পরীক্ষাকে সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের জন্য ৯ দফা নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনা গত ১৪ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নির্দেশনাগুলোতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই ওএমআর ফরম সাধারণ কালো বলপেন দিয়ে পূরণ করতে হবে। ওএমআর শিটে ভুল বা অনিয়ম হলে উত্তরপত্র বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে এবং যৌক্তিক কারণ ছাড়া অতিরিক্ত ওএমআর ফরম দেওয়া হবে না। ফরম ভাঁজ করা, কাটাকাটি করা, অপ্রয়োজনীয় দাগ দেওয়া কিংবা স্ট্যাপলার বা পিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষার্থীদের রোল নম্বর, শিফট এবং প্রশ্নপত্রের সেট কোড ইংরেজিতে সঠিকভাবে লিখতে হবে। পরীক্ষা শেষে ওএমআর শিট ও প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের মাধ্যমেই পরীক্ষার্থীরা নিজের আসন ও কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। নির্ধারিত সময়ের কমপক্ষে ১০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তার স্বার্থে পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, বই, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। সময় জানার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বাইরে অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, ঢাকা শহর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। তাই যানজট ও সম্ভাব্য ভোগান্তি এড়াতে ঢাকাসহ দূরবর্তী অঞ্চল থেকে আগত পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।