- ০৪ ডিসেম্বর, ২০২৫
আসিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার
ইতিহাসে প্রথমবারের মতো মালাক্কা প্রণালীতে সৃষ্ট হয়েছে ঘূর্ণিঝড় ‘সেনিয়া’। বিরল এই আবহাওয়াজনিত ঘটনার পর তা ঘিরে দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হলেও বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মালাক্কা প্রণালীতে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়া অত্যন্ত বিরল একটি ঘটনা। ভারত মহাসাগরের পূর্বাংশ থেকে সৃষ্ট নিম্নচাপ রূপ নিয়ে মঙ্গলবার ভোরে ‘সেনিয়া’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বর্তমানে এটি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ডিউটি অফিসার জানান, ঘূর্ণিঝড়ের গতিপথ ও বায়ুচাপ বিশ্লেষণে দেখা গেছে—‘সেনিয়া’ বাংলাদেশের দিকে আসার কোনো সম্ভাবনা নেই। বরং এটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে মালয়েশিয়ার উপকূল অতিক্রম করতে পারে। ফলে বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহে কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি।
তিনি আরও বলেন, “ঘূর্ণিঝড়টি আমাদের উপকূলীয় অঞ্চল থেকে অনেক দূরে অবস্থান করছে। এর ঢেউ, বাতাস বা বৃষ্টির কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না।”
বিরল জায়গায় ঘূর্ণিঝড় গঠনের ঘটনা জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট করেছে বলে মত দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, এমন অস্বাভাবিক অবস্থার প্রতি নজরদারি আরও বাড়াতে হবে।
এদিকে মালাক্কা প্রণালী ঘেঁষা দেশগুলো উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপসহ সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি গ্রহণ করেছে।
বাংলাদেশের জন্য আপাতত কোনো ঝুঁকি না থাকলেও আবহাওয়া বিভাগ পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানানো হয়েছে।