Friday, December 5, 2025

স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা করেছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি


ছবিঃ সেলিনা জেটলি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি তাঁর স্বামী পিটার হাগের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানিয়ে মুম্বাইয়ের আন্ধেরি আদালতে মামলা করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে করা এই মামলায় ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এছাড়া আর্থিক ক্ষতি ও সম্পত্তির ক্ষতির জন্য অতিরিক্ত অর্থও দাবি করেছেন তিনি।

সেলিনার অভিযোগ, অস্ট্রিয়ার নাগরিক পিটার হাগ তাঁকে মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তবে পিটার হাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, এক মাস আগেই সেলিনা দিল্লির একটি আদালতে একটি আবেদন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁর ভাই মেজর অবসরপ্রাপ্ত বিক্রান্ত জেটলিকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘অবৈধভাবে আটকে রাখা হয়েছে’। সেলিনার দাবি, ২০১৬ সাল থেকে ইউএইতে বসবাস করা তাঁর ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়ে পরিবারকে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি।

সেলিনা জেটলি ২০১১ সালে অস্ট্রিয়ায় পিটার হাগকে বিয়ে করেন। ২০১২ সালে তাঁদের প্রথম যমজ সন্তান জন্ম নেয়। ২০১৭ সালে আরও এক জোড়া যমজ সন্তানের জন্ম হলেও দুঃখজনকভাবে তাঁদের একজন সন্তান জন্মগত হৃদ্‌রোগে মারা যান।

বর্তমানে এই মামলা আদালতে বিচারাধীন, এবং আদালত থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন