Tuesday, October 14, 2025

ইশরাক হোসেনের অভিযোগ: ‘শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব’, পদত্যাগ দাবি


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টির অভিযোগ তুলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, “গণমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে উপদেষ্টা তাঁর নৈতিক অবস্থান হারিয়েছেন এবং শপথ ভঙ্গ করেছেন।

”আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নগর ভবনে এসে এক সংবাদ ব্রিফিংয়ে ইশরাক এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, “জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ এবং আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন উপদেষ্টার কাছ থেকে প্রত্যাশিত ছিল। কিন্তু তিনি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।”ইশরাক হোসেন জানান, নির্বাচনী ট্রাইব্যুনাল আগের গেজেট বাতিল করে তাঁকে মেয়র হিসেবে ঘোষণা করে নতুন গেজেট প্রকাশে নির্দেশ দিয়েছে।

সেই অনুযায়ী, নির্বাচন কমিশন ২৭ এপ্রিল সংশোধিত গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দেয়। ফলে, স্থানীয় সরকার বিভাগের এখন একমাত্র দায়িত্ব শপথ অনুষ্ঠান আয়োজন করা। কিন্তু তা না করে বিভিন্ন যুক্তি তুলে শপথ গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ ইশরাকের।গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, “গেজেটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথ গ্রহণ সম্ভব হয়নি।”


এ বক্তব্যকে “আইন-বিরোধী ও বিভ্রান্তিকর” বলে মন্তব্য করে ইশরাক বলেন, “এ বক্তব্য সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি শপথ নেওয়ার সুযোগ পাবেন না।বেলা ১১টা থেকে নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থক ও ডিএসসিসির কর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, তাঁরা বেলা ১টা পর্যন্ত অবস্থান করেন। এর আগে ১৪ মে থেকে ‘ঢাকাবাসীর’ ব্যানারে শুরু হয় ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি।


১৫ মে থেকে নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা, যা এখনো অব্যাহত।গেজেট প্রকাশিত হলেও শপথ না হওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করলেও ইশরাক হোসেন নগর ভবনে সক্রিয় রয়েছেন। আজ তিনি নগর ভবনের একটি মিলনায়তনে ৭০টি ওয়ার্ডের সচিবদের নিয়ে বৈঠকে বসেন। এর আগের দিন তিনি পরিচ্ছন্নতা পরিদর্শকদের সঙ্গে বৈঠক করেন।বিশ্লেষকরা বলছেন, আদালতের নির্দেশনা সত্ত্বেও দাপ্তরিক জটিলতা ও রাজনৈতিক প্রভাবের কারণে শপথ অনুষ্ঠান বিলম্বিত হচ্ছে। এতে প্রশাসনিক স্থবিরতা সৃষ্টি হচ্ছে এবং নগরবাসীর স্বাভাবিক সেবা বিঘ্নিত হচ্ছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন