- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
দেশের ইসলামি রাজনৈতিক দলগুলো আসন্ন জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, দেশপ্রেমিক ও মানবতাপ্রেমিক শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ফ্যাসিবাদী শক্তির বিচার এবং নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চরমোনাই পীর বলেন, “আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছিলাম ইসলামি দলগুলো এক বাক্সে যাওয়ার জন্য চেষ্টা করছে। এখন আলহামদুলিল্লাহ, সেই উদ্যোগ অনেকটাই সফলতার কাছাকাছি।”
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ও তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতি বাস্তবায়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্দোলনে যুক্ত আছে উল্লেখ করে মুফতি রেজাউল করীম বলেন, “তারা জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে আমাদের সঙ্গে একমত হয়েছেন।” তিনি আরও জানান, দাবিগুলো পূরণ না হলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
চরমোনাই পীর আশা প্রকাশ করেন, ইসলামি দলগুলোর এই ঐক্য সরকারকে চাপে রাখবে এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আন্দোলনকে আরও বেগবান করবে।