- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
১৯ বছরের অভিনয় জীবনে দেশের পাশাপাশি বিদেশেও কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের বাইরে সবচেয়ে বেশি আলোচিত কাজ তার রেহানা মরিয়ম নূর চলচ্চিত্র। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই ছবির মাধ্যমে বাঁধন আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন।
বাঁধন ভারতের পরিচালক সৃজিত মুখার্জির রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি সিরিজে অভিনয় করেন। তবে কলকাতায় কাজের অভিজ্ঞতা তার প্রত্যাশার মতো সুখকর হয়নি। বাঁধন জানান, শুটিং সেটে তাকে ঠিকমতো ট্রিট করা হয়নি। পরবর্তীতে সৃজিত মুখার্জি দুঃখপ্রকাশ ও ক্ষমা চাইলেও পুরো দায় তাঁর ইউনিটের উপরই পড়েছিল।
এর বিপরীতে, ২০২৩ সালে মুক্তি পাওয়া বিশাল ভরদ্বাজের খুফিয়া চলচ্চিত্রে অভিনয় করে বাঁধন পুরো ইউনিটের আন্তরিকতা ও সমর্থন পেয়েছেন। বাঁধন বলেন, “মুম্বাইয়ের অভিজ্ঞতা অসাধারণ। সবাই আমাকে দেশের অতিথি হিসেবে সম্মান দিয়েছে এবং অনেক আদর করেছে।” এই ছবিতে তিনি টাবু ও আলী ফজলের মতো নামী অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।
সাম্প্রতিক সময়ে বাঁধনকে এশা মার্ডার: কর্মফল ছবিতেও দেখা গেছে। তিনি জানান, বলিউডের সঙ্গে দেশের কাজের অভিজ্ঞতা তুলনা করলে মুম্বাইয়ের কাজের পরিবেশ অনেক ভালো এবং পেশাদারিত্বপূর্ণ ছিল।
সংক্ষেপে: আজমেরী হক বাঁধনের বলিউড অভিষেক তার ক্যারিয়ারের নতুন অধ্যায় সূচিত করেছে। কলকাতা ও মুম্বাই অভিজ্ঞতার পার্থক্য প্রমাণ করে আন্তর্জাতিক শিল্পী হওয়ার পথে কতটা চ্যালেঞ্জ ও উদ্দীপনা থাকে।