Monday, January 19, 2026

ইসির বিধিমালা সংশোধনের দাবি এনসিপির


প্রতীকী ছবিঃ জাতীয় নাগরিক পার্টি এবং শাপলা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বজায় রাখার দাবিতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৭ অক্টোবর) দলটির পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে ইসি সচিব বরাবর এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে এনসিপি উল্লেখ করেছে, দলটি নির্বাচন কমিশনের নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে। তবে ইসির প্রচলিত বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তাদের একটি বিকল্প প্রতীক বেছে নিতে বলা হয়েছিল। কিন্তু এনসিপি জানিয়েছে, তারা ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’—এই তিনটির মধ্যে যেকোনো একটি প্রতীকই বরাদ্দ চায়।

দলটির পক্ষ থেকে পাঠানো চিঠির সঙ্গে ‘শাপলা’ প্রতীকের সাতটি ভিন্ন নকশার নমুনা সংযুক্ত করা হয়েছে।

এনসিপি মনে করে, ‘শাপলা’ প্রতীক দেশের সাধারণ মানুষের সঙ্গে তাদের রাজনৈতিক ও আবেগীয় সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে। তাই এই প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীক গ্রহণ করা দলের পক্ষে সম্ভব নয়।

দলীয় এক সূত্র জানায়, এনসিপি বিশ্বাস করে যে জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন ঘটেছে ‘শাপলা’ প্রতীকের মধ্য দিয়ে। ফলে ইসির নির্ধারিত তালিকা থেকে বিকল্প প্রতীক বেছে নেওয়া তাদের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন