Tuesday, October 14, 2025

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে ইইউ: নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আগ্রহ প্রকাশ


ছবিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্রের চর্চা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও পররাষ্ট্রবিষয়ক পরামর্শক কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় নির্বাচন। ইইউ বাংলাদেশে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নির্বাচন প্রত্যাশা করছে। তারা নির্বাচনী প্রক্রিয়ায় অবদান রাখার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে।”

তিনি আরও বলেন, “ইইউ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের তৈরি পোশাক শিল্পের অগ্রগতিতে তাদের শুল্কমুক্ত বাজার সুবিধা বড় ভূমিকা রেখেছে, এবং তারা জানিয়েছে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বৈঠকে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, সংসদের কার্যকর ভূমিকা, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আমীর খসরু জানান, ইউরোপীয় ইউনিয়ন এসব ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন