Tuesday, October 14, 2025

ইরান-ইসরায়েল যুদ্ধ: বাংলাদেশের আমদানি-রপ্তানিতে প্রভাবের শঙ্কা, সরকার প্রস্তুতি নিচ্ছে


ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই পরিস্থিতি মোকাবিলায় সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং এর প্রভাবে দেশের বাজারে নতুন করে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দুবার জ্বালানি তেলের দাম কমেছে। তিনি উল্লেখ করেন, সরকার নিজস্ব সক্ষমতা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে।


নিত্যপণ্যের বাজারে দীর্ঘ দিন ধরে স্বস্তি বিরাজ করছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দাবি করেন, "বাজারব্যবস্থায় বৈচিত্র্যের কারণে এটা সম্ভব হয়েছে।" সম্প্রতি চাল ও পেঁয়াজের কিছুটা মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, "চালের দাম একটু বাড়তি, এটা ঠিক। এটা সাময়িক, ঠিক হয়ে যাবে।" তিনি আরও জানান, এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে।

পেঁয়াজের দাম প্রসঙ্গে বশিরউদ্দীন বলেন, "পেঁয়াজের কেজি ৫৫-৬০ টাকা না হলে কৃষক বাঁচবে না। ফলন ক্ষতিগ্রস্ত হবে।" তিনি মনে করেন, বর্তমান দাম কৃষকদের জন্য সহনীয়।



নিজের দায়িত্ব প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, "এটা (বাণিজ্য উপদেষ্টা) বড় দায়িত্ব। দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি।"

যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে দর-কষাকষিতে বাংলাদেশের সর্বশেষ অবস্থান জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা জানান, আগামী সোমবার এ বিষয়ে তাঁরা প্রস্তাব নিয়ে যাচ্ছেন এবং তাঁরা আশাবাদী যে, বিষয়টির সমাধান হবে।

এছাড়াও, দেশের শিল্পকারখানায় গ্যাসের সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও বাণিজ্য উপদেষ্টা জানান।


বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন(ফাইল ছবি) ছবিঃপ্রথম আলো 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন