- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধ রক্ষায় আলেম-উলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, “যারা মুসলমান পরিচয় নিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করছে, তাদের প্রতিরোধে সব আলেমকে একমঞ্চে দাঁড়াতে হবে।”
বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা সম্মেলন-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। এই সম্মেলন ছিল সদ্য আত্মপ্রকাশ করা ‘জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ’-এর প্রথম আয়োজন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় উলামা কাউন্সিলের সভাপতি ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনেক আলেম-উলামা অংশগ্রহণ করতে পারেন। তবে তিনি সতর্ক করে বলেন, “উলামায়ে কেরামের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই কাম্য নয়। এটি ইসলামী রাজনৈতিক শক্তিকে দুর্বল করবে।”
সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “ইসলামি রাজনীতিতে সব সময় সরাসরি প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ানো যায় না। সময় বুঝে পদক্ষেপ নিতে হয়। এখন ইসলামি শক্তির জন্য অনুকূল সময় চলছে। সুযোগ কাজে না লাগালে ভবিষ্যতে বড় ক্ষতির মুখে পড়তে হবে।”
মুন্সিগঞ্জের জামি’আ ইসলামিয়া হালীমিয়া মাদ্রাসার প্রধান ও মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ সম্মেলনে বলেন, “বাতিলের বিরুদ্ধে লড়াই আমাদের ঈমানি দায়িত্ব। প্রয়োজনে একসঙ্গে দাঁড়াতে দাঁড়াতে মৃত্যুবরণ করব; বিভক্ত হব না। ১৬ নভেম্বরের কাদিয়ানিবিরোধী আন্দোলন শেষ নয়, এখনো শুরু হয়েছে মাত্র।” তিনি আরও বলেন, সরকারকে সময় দেওয়া হয়েছে, তবে “পরেরবার আর সুযোগ দেওয়া হবে না”।
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকব, যারা ইসলামের পক্ষে কাজ করতে চায় তাদের কখনো বাধা দেওয়া হবে না। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।”
সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, জাতীয় উলামা কাউন্সিলের মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা সালাহুদ্দীন নানুপুরী, মাওলানা মুশতাক আহমদসহ অন্যান্য আলেম-উলামা।