Friday, October 24, 2025

ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অভিযোগে ৬ ফিশিং ট্রলারসহ ১০৪ জেলে গ্রেফতার


ছবিঃ ৬ ফিশিং ট্রলারসহ ১০৪ জেলে গ্রেফতার (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ ধরার অভিযোগে ৬টি ফিশিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (২০ অক্টোবর) বিকালে গভীর সাগর থেকে তাদের গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে গ্রেফতারকৃতদের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "নিষেধাজ্ঞা চলাকালে বঙ্গোপসাগরে ইলিশ আহরণ করার সময় টহলরত নৌবাহিনী ৬টি ট্রলার আটক করে। এসব ট্রলারে মোট ১০৪ জন জেলে ছিল, যাদের অধিকাংশই বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী ও মহিপুর এলাকার বাসিন্দা।"

তিনি আরও জানান, আটক ট্রলারগুলো থেকে প্রায় ৫ মেট্রিক টন মাছ জব্দ করা হয়েছে, যার অধিকাংশই ইলিশ। উদ্ধারকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে। গ্রেফতার জেলেদের ছেড়ে দেওয়া হলেও ট্রলার মালিকদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে।

সরকার গত ৪ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন করতে বঙ্গোপসাগর ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে, যা ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরতে গিয়ে নৌবাহিনীর হাতে আটক এসব জেলে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সাগরে নিষেধাজ্ঞা মানাতে তারা কঠোর অবস্থানে থাকবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন