Friday, October 24, 2025

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে মৃত্যু, চারটি লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ


ছবিঃ ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজনের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা জেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজনের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। ময়নাতদন্ত ছাড়া দাফন করায় আদালতের নির্দেশে এই লাশগুলো উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার বিভিন্ন গ্রাম থেকে লাশগুলো উত্তোলন করা হয়। আদালতের নির্দেশে সদর উপজেলার পিরোজখালী গ্রামের লাল্টু হোসেন, খেজুরা গ্রামের মোহাম্মদ সেলিম, নফরকান্দি গ্রামের খেদের আলী এবং শংকরচন্দ্র গ্রামের শহিদুল মোল্লার লাশ উত্তোলন করা হয়েছে। লাশগুলো চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের আলী জানান, ৯ অক্টোবর রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার কয়েকজন শ্রমিক একসঙ্গে বিষাক্ত মদ পান করেছিলেন। এরপর ১১ অক্টোবর তারা অসুস্থ হয়ে মারা যান। পরে তাদের লাশ গোপনে দাফন করে পরিবারের সদস্যরা। ১২ অক্টোবর মৃত্যু হয় আরও দুজনের। এরপর বিষয়টি প্রকাশ পায় এবং পুলিশ তাদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ এবং বিষাক্ত মদে তাদের মৃত্যুর সত্যতা আরও স্পষ্ট হবে। এর পাশাপাশি, তদন্তের মাধ্যমে মদ সরবরাহকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন