Friday, October 24, 2025

হুমায়ুন কবির বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) পদে নিয়োগ


ছবিঃ হুমায়ুন কবির ও বিএনপির প্রতিক (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ (বুধবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে এই সিদ্ধান্তের কথা জানানো হলো।

হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় তার অভিজ্ঞতা কাজে লাগাতে এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, গত ৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে হুমায়ুন কবির নির্বাচন করবেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে এই তথ্য প্রকাশ পায়।

বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, "এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচনে অংশ নেবেন।" এর প্রতুত্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, "তিনি জানেন যে কোন আসন থেকে হুমায়ুন কবির নির্বাচন করবেন, এবং সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছেন।"

এদিকে, হুমায়ুন কবিরের নতুন পদে নিযুক্তির পর বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও নতুন দিশা আসবে বলে আশা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন