Tuesday, October 14, 2025

ইবিতে মেধাবী ছাত্র সাজিদ হত্যার বিচার দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি: ১০ দিনের আলটিমেটাম


ছবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত বিচার, খুনিদের গ্রেফতার এবং আওয়ামীপন্থি শিক্ষকদের নিয়োগ বোর্ড থেকে বাদ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের নিচে এই কর্মসূচি পালন করা হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা দাবি করেন, প্রশাসন খুনিদের গ্রেফতার না করে সময় কাটাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে এখনও ফ্যাসিস্টদের প্রভাব বিরাজ করছে। ছাত্রদল জানিয়েছেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তারা ১৭ অক্টোবরের পর কঠোর কর্মসূচি দেবেন। তারা মেধার ভিত্তিতে সিট বণ্টন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন