Tuesday, October 14, 2025

হোয়াটসঅ্যাপে এলো ‘মেটা এআই’: এখন বার্তার সারসংক্ষেপ দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা


ব্যস্ত জীবনে সময়ের অভাবে সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং অ্যাপে আসা প্রতিটি বার্তার উত্তর দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে অপরিচিত কারও পাঠানো একাধিক বার্তা না পড়েই বোঝা কঠিন হয়ে পড়ে, আসলে কী বলা হয়েছে। এ সমস্যা সমাধানে এবার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ—যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘মেটা এআই’ চ্যাটবট ব্যবহারকারীদের জন্য বার্তার স্বয়ংক্রিয় সারসংক্ষেপ তৈরি করে দেবে।


বিশ্বব্যাপী পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট অপশনে একটি বিশেষ বাটন দেখতে পাবেন। সেই বাটনে চাপ দিলেই যেসব বার্তা এখনও না পড়া রয়েছে, সেগুলোর সারসংক্ষেপ তৈরি করে দেবে অ্যাপটি। ব্যবহারকারীরা মূল বার্তা না পড়েই জেনে যাবেন বার্তাগুলোর মূল তথ্য।

নিরাপত্তার দিকটি মাথায় রেখে হোয়াটসঅ্যাপ জানায়, এই সারসংক্ষেপ তৈরি প্রক্রিয়া সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ডিভাইসেই সম্পন্ন হবে, ‘প্রাইভেট প্রসেসিং’ নামের একটি নিরাপদ ব্যবস্থার মাধ্যমে। এতে কোনো তথ্য মেটা বা হোয়াটসঅ্যাপের সার্ভারে সংরক্ষিত থাকবে না।


ডব্লিউআবেটাইনফোর তথ্য অনুযায়ী, বেটা সংস্করণের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য ইতোমধ্যে এই ফিচার চালু করা হয়েছে। শিগগিরই এটি ধাপে ধাপে অন্যান্য ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে।

এছাড়াও, ‘রাইটিং হেল্প’ নামে আরও একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এটি ব্যবহারকারীদের লেখা বার্তাকে স্বয়ংক্রিয়ভাবে আরও সংক্ষিপ্ত, মার্জিত ও প্রাসঙ্গিক করে তৈরি করতে সাহায্য করবে।


বিশ্লেষকদের মতে, এ ধরনের ফিচারগুলো ব্যবহারকারীর সময় বাঁচানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর যোগাযোগ আরও সহজ করে তুলবে। তবে এসব সুবিধা চালু হলেও ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে ফিচারগুলো বন্ধ রাখতে পারবেন।


নিরাপত্তা ও গোপনীয়তা অক্ষুণ্ন রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন ব্যবহার প্রযুক্তি দুনিয়ায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।


ছবিঃ হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো সব বার্তার সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে মেটা এআই চ্যাটবট রয়টার্স


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন