- ১৩ অক্টোবর, ২০২৫
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় এক মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন করে আগামী ১৪ জুলাই এ প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, মামলার চার আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।
আসামিদের মধ্যে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে এবং শরিফুল ইসলাম ও ইমরান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, গত বছরের ১৮ই অগাস্ট ২০২৪ রংপুরে ছাত্রদের এক বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশি ছররা গুলিতে গুরুতর আহত হন আবু সাঈদ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ব্যাপক গণআন্দোলন ও নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। মানবাধিকার সংগঠনগুলোও এর বিচার দাবি করে আসছে।
ট্রাইব্যুনালের আদেশের পর নিহত আবু সাঈদের পরিবার ও সহপাঠীরা মামলার দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তদন্তে অগ্রগতি এবং বিচার প্রক্রিয়া সামনে কীভাবে এগোয়, এখন সেটাই দেখার অপেক্ষায় দেশবাসী।
ছবিঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ফাইল ছবি)