- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ হলের ছাদে সোমবার গভীর রাত ২ টার দিকে মদ ও গাঁজা সেবনকালে ছাত্রদল শাখার এক নেতা ও প্রায় ১৫ জন শিক্ষার্থী ধরা পড়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হল সংসদের নির্বাচিত শিক্ষার্থীরা জানান, নবীন শিক্ষার্থীদের র্যাগিং সংক্রান্ত অভিযোগে তারা ছাদের দিকে যান। সেখানে মদ্যপ অবস্থায় জাবের ও তার সঙ্গে থাকা শিক্ষার্থীরা আক্রমণাত্মক আচরণ শুরু করেন। প্রক্টরের নির্দেশে মদ, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
ধরা পড়াদের মধ্যে হলের ছাত্রদল নেতা মো. জাবের, আইবিএ বিভাগের শিক্ষার্থীরা সহ আরও কয়েকজন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ গভীর রাতে অনুপস্থিত থাকায় প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।