- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | চট্টগ্রাম:
চট্টগ্রামের হাটহাজারীতে মুদি দোকানে দুর্ধর্ষ ডাকাতির সময় সেনা সদস্যকে গুলি করার ঘটনায় জাহাঙ্গীর হোসেন ওরফে প্রকাশ (৩৭) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে হাটহাজারী থানাধীন বড়দিঘিরপারের পশ্চিম খিল্লাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক রুপন নাথ শনিবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত জাহাঙ্গীর চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সেকান্দর কলোনির মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, চলতি বছরের ২৬ এপ্রিল গভীর রাতে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন দেওয়ান নগর এলাকার “গাউছিয়া গ্রোসারি” দোকানে মুখোশধারী একদল ডাকাত প্রবেশ করে। তারা দোকানের মালিক রাশেদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ লাখ টাকা লুট করে নেয়। এ সময় দোকান মালিকের ছোট ভাই সেনাবাহিনীর সদস্য শহিদুল ইসলাম (২১) বাধা দিলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর পুলিশ তদন্তে নেমে দুইজনকে গ্রেফতার করে, যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানায়, গুলি চালিয়েছিল জাহাঙ্গীর হোসেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমরা জাহাঙ্গীরকে ধরতে অভিযান চালাচ্ছিলাম। অবশেষে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সে সরাসরি সেনা সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।